ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে গুচ্ছ গ্রামের ৮০টি পরিবারের মাঝে সবজী বীজ বিতরণ এবং পারিবারিক পুষ্টির চাহিদা মিটাতে বাড়ির আঙ্গিনায় ৮টি বাগান স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিয়াবাড়ি গুচ্ছ গ্রামে ৬০টি এবং তিলাবাদুরী গুচ্ছ গ্রামে ২০টি পরিবারের মাঝে বীজ বিতরণ করা হয়েছে এবং বাগানের উদ্বোধন করা হয়।
অনাবাদি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বীজ বিতরণ ও বাগানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপক কুমার সরকার, উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুলহুদা ও তাসলিমা খাতুন, ইউপি সদস্য বিল্পব আহমেদ ও আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য প্রতিটি পরিবারের মাঝে লাউ, শসা, মিষ্টিকুমড়া, পুঁইশাক, ডাটা বীজ বিতরণ করা হয়।