নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পরে বিকেলে ৫টায় বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, ওয়াশিম উদ্দিন ও সমাজসেবক দিনেশ চন্দ্র প্রমুখ।
এ অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভাটরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী।