ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, থানা উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার তাসলিমা খাতুন।
আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর হারান দত্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, সামাজিক আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।