ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চানাচুর বিক্রেতা মনসুর রহমান হত্যা মামলায় জড়িত সন্দেহে আলমগীর হোসেন ওরফে আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে নাটোর জেলার ঘোড়াগাছি চৌমহনী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার চককালিকাপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
মামলার তদন্তাকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, মনসুর হত্যা মামলার তদন্তে আলমগীর হোসেনের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যায়। প্রযুক্তি ব্যবহার করে নাটোর জেলার চৌমহনী এলাকা থেকে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, মনসুর হত্যা মামলার আসামি আলমগীর হোসেনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মান্দা উপজেলার গোয়ালমান্দা গ্রামের বদের আলী কবিরাজের ছেলে চানাচুর বিক্রেতা মনসুর রহমানকে গত ১৫ নভেম্বর রাতে কালিকাপুর গ্রামের জাহাঙ্গীর আলম বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিথোঁজ ছিলেন। ১৬ নভেম্বর সকালে মাঠের ধান খেতের পাশে একটি ইউক্যালিপটাস বাগান থেকে মনসুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।