ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনভর বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্যযাপন করা হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
এর পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পুস্পস্তবক অর্পণ ও সরকারী বে-সরকারী অফিস ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সদরের শের-এ বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পতাকার প্রতি সম্মান প্রদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমাবেশ ও সংবর্ধণা দেয়া হয়।
বাদ যোহর মসজিদ/মন্দির,গীর্জা ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনা সভা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন ও নাট্যনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,ওসি আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস, আনছার ভিডিপিসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


