মান্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে ইউএনওর সভাকক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, যুবউন্নয়ন কর্মকর্তা দুরুল হুদা, পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।