ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে কেক কেটে উৎসব মূখর পরিবেশে পাক বড়দিন পালন করা হয়েছে।
গত শনিবার (১৭ ডিসেম্বর) উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বিডি ২৫১ এর উদ্যোগে গাহলীতে এ প্রাক বড়দিন পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান।
রিগান নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিএস রেভা পুরেন, প্রকল্প কর্মকর্তা রাশেদা রানী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর উপজেলা এনজিও ফোরামের সভাপতি ওবাইদুল হক বাচ্চু প্রমুখ।
বড়দিন উপলক্ষে এ অনুষ্ঠানে অতিথি ও প্রকল্পের শিশুদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে প্রকল্পের শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।