ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : সোমবার (১৯ ডিসেম্বর) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা বি আর ডিবি’র চেয়ারম্যান ও চান্দের পুকুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ছাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সাবেক পরিদর্শক একরামুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিআরডির সাবেক চেয়ারম্যান আরঙ্গজেব খান নিপু, শফিকুল ইসলাম, সাবেক পরিদর্শক বেলায়েত হোসেন।
এদিন সমবায় সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে সমিতির বার্ষিক সকল কার্যক্রমের পর্যালোচনা করে ভবিষ্যতে বি আর ডি বি’র কার্যতালিকা প্রনয়নসহ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।