ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধু চত্বরে জেলা পরিষদের সদস্য মুকুল মিয়ার ব্যবস্থাপনায় ২৬০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরফুল হক উজ্জল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, আব্দুর রাজ্জাক, মখলেছুর রহমান মিন্টু, গোলাম মোস্তফা গামা।
এসময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান মাসুম, অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল-নোমান নাদিম, সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি রিফাত প্রমুখ।