ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুরে : অভাবী সংসারের টানাপোড়েন নিয়েও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ভালাইন গ্রামের আব্দুল হাকিম।
আব্দুল হাকিম সামান্য বেতনে উপজেলা সদরে অবস্থিত ভাই ভাই বিস্কুট ফ্যাক্টারীতে সেল্সম্যানের চাকুরী করেন। পরিবারের চার সদস্য নিয়ে অভাব অনটনে থাকলেও অল্প অল্প করে বেতনের টাকা জমিয়ে উত্তরগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ২শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শুক্রবার (১৩ জানুয়ারী) বেলা ১১ টায় ভালাইন গ্রামে তার নিজ বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ।
আব্দুল হাকিম বলেন, প্রচন্ড শীতে অসহায় মানুষদের কষ্ট নিবারণের জন্য তিনি কম্বল বিতরণের এ উদ্যোগ নিয়েছেন। সমাজের অনেক বিত্তবানরাও যখন শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না ঠিক সেই সময় স্বল্প বেতনভূক্ত অভাবী আব্দুল হাকিম শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এলাকাবাসীর ব্যাপক প্রশংসা পেয়েছেন।