ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেরাগাড়ী এলাকায় সরিষার জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেরাগাড়ী এলাকায় সরিষার জমিতে অজ্ঞাতনামা নারীর লাশ দেখতে পেয়ে এক কৃষক ৯৯৯-এ ফোন করে। পরে ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। অজ্ঞাতনামা নারীর পরনে কালো রংয়ের বরকা, গোলাপী রংয়ের ওরনা, হাতে মেহেদি আল্পনায় লেখা ছিল বি+এস।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে সরিষার জমিতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু করেছে। আশা করছি, খুব দ্রুতই এ মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটন করা হবে।