ধূমকেতু প্রতিবেদক : সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজশাহীর মিলনমেলা ও চতুর্থ বার্ষিক সাধারণ সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন রাজশাহীর সভাপতি এনবিআইইউ’র প্রতিষ্ঠাতা উপাচার্য, রাবির সাবেক উপাচার্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনবিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কবি ও নারীনেত্রী অধ্যাপক রাশেদা খালেক।
সংগঠনের সাধারণ সম্পাদক ড. মোশাররফ হোসেন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
এসময় অতিথিবৃন্দ সংগঠনের সিনিয়র ও প্রয়াত সদস্য প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
সংগঠনের সহ সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ স্মৃতিচারণ করেন।
সংগঠনের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় এদিন প্রফেসর ড. আবদুল খালেককে পুনরায় সভাপতি এবং আব্দুস সামাদ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়। পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনব্যাপী এই মিলনমেলার সমাপ্তি ঘটে।