ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র আজ উদ্বোধন করা হবে। ইতোমধ্যে মসজিদটি নির্মাণের সব ধরণের কাজ শেষ।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি মসজিদটি উদ্বোধন করবেন বলে জানা গেছে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করছে সরকারের গণপূর্ত অধিদপ্তর।
সরেজমিনে মসজিদটি ঘুরে দেখা গেছে, উপজেলা পরিষদ চত্বরে ৪০ শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মডেল মসজিদ। এর নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। বিশেষ করে রাতের অপরূপ আলোকসজ্জা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
বগুড়া গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের থাকছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণসহ ইত্যাদি ব্যবস্থা। এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে। এ মডেল মসজিদে এক সাথে ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে।
মুক্তার হোসেন, মোজাম্মেল হক, আব্দুল মতিনসহ কয়েকজন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি বলেন, এ মসজিদে নামাজ আদায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। নন্দীগ্রামের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দেখলে মন জুড়িয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, নন্দীগ্রামের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। এরপর মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার বলেন, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তর। নন্দীগ্রামের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন।