ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : এক দফা এক দাবি” সাধারণ সভা কবে দিবি” এই স্লোগান দিয়ে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসে সামনে, সাধারণ সভার আহ্বানে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্য নিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল করে শ্রমিকরা মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে শহরের বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মিছিল করেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাকর্মীসহ শ্রমিকরা।
এসময় বক্তরা জানান, কার্যকারী কমিটির সময় বর্ধিতর আদেশ অবৈধ, এ আদেশ মানিনা মানবনা, শ্রমিকদের সাধারণ সভা না দিলে আগামী ৩০ জানুয়ারী হতে অনির্দিষ্টকালের জন্য বালুডাঙ্গা বাস টার্মিনালে শ্রমিকরা কর্মবিরতি করবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম স্বপন, সাবেক সড়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাবেক কোষাধ্যক্ষ আকতার সিদ্দিকী খোকন, সাধারণ সদস্য বাবুল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।