ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাদেরকে নিয়ে সাম্প্রদায়িক, সম্প্রীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা/২০২৩ অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন পলাশবাড়ীর আয়োজনে টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে সচেতনতাকে সামনে রেখে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ৷
প্রধান আলোচক ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা জেলা উপ-পরিচালক মিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম,খতিব ও আলেম-ওলামা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ইসলামিক ফাউন্ডেশন সমগ্র উপজেলার ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার আনোয়ার হোসেন ৷