ধূমকেতু প্রতিবেদক, মান্দা : খড় কেনার উদ্দেশ্যে রোববার (১১ ফেব্রুয়ারী) সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন আনিছুর রহমান (৫৮)। ফক্কিনী নদীর ত্রিমোহনী মোড়ে স্টিয়ারিং ভটভটিতে উঠে ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর এলাকায় যাচ্ছিলেন। ভটভটিতে উঠার কিছু পরেই পালপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
নিহত আনিছুর রহমান নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু পেয়াদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন খড় ব্যবসায়ী। মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নিজ এলাকায় এনে বিক্রি করতেন। তাঁর ছেলে গোলাম রাব্বানী সৌদী প্রবাসি ও একমাত্র মেয়ে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আনিছুর রহমানকে বহনকারী ভটভটি রাস্তায় পাশে স্তুপ করে রাখা কাঠের গুড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ভটভটি থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে আনিছুর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।