ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল-অড্ডা সড়কে সড়ক দুর্ঘটনায় একজন চালকুমড়া ব্যবসায়ী নিহত ও চালকসহ দু’জন আহত হয়েছে।
নাচোল থানার এসআই মজিবুর রহমান জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার সময় নওগাঁ জেলার সাপাহার থেকে পাকা চালকুমড়া বোঝাই একটি স্টিয়ারিং গাড়ী চাঁপাইনবাবগঞ্জের আড়তদার মুনসুর আলীর আড়তে নিয়ে যাওয়ার পথে নাচোল-আড্ডা সড়কের ভোলার মোড় এলাকায় অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার উপর উল্টে যায়। সেখানে গাড়ির নীচে একজন চাপা পড়ে ব্যবসায়ী মহবুল (৪৫)। স্থানীয়দের খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল চাপাপড়া ব্যক্তি ও চালককে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করান।
এসআই মজিবুর রহমান জানান, ঘটনাস্থলেই চালকুমড়া ব্যবসায়ী নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোডাউন পাড়ার নাইমুলের ছেলে মহবুল (৪৫) মারা যান। স্টিয়ারিং চালক একই উপজেলার বাবুপুর গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে আবুল কালাম (৪০) মুমুর্ষু আবস্থায় নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। হাসপাতালের চিকিৎক ভুটভুটি চালককে রামেক হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছেন।