ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে জন্মলগ্ন থেকে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়ে আসছে যুগান্তর। যুগান্তর পত্রিকার কথা যদি বলি, তাহলে বলতেই হয়, দেশের শীর্ষস্থানীয় পত্রিকার মধ্যে এটি অন্যতম। বহুল প্রচারিত ও জনপ্রিয় একটি পত্রিকা যুগান্তর। যুগান্তর আমারও প্রিয় পত্রিকা, আমি প্রতিদিনই যুগান্তর পড়ি, আমার টেবিলে যুগান্তর থাকেই। স্বজন সমাবেশের আয়োজনে দুই যুগে পদাপর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এসব কথা বলেন।
শুক্রবার (১৭ ফেব্রæয়ারী) সকালে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে যুগান্তর দুই যুগ পদাপর্ণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আইনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনকুল চন্দ্র সাহা বুদু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বরুণ মজুমদার, মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন।
মহাদেবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, সিনিয়র সাংবাদিক কিউ এম সাঈদ টিটো, কাজী শামসুজ্জোহা মিলন, অসিত দাস, এ কে সাজু, ওয়াসীম আলী, মেহেদী হাসান, মোকলেছুর রহমান, সোহাগ রহমান সুজন, অহিদুল ইসলাম, রুবেল হোসেন, শাকিল আহমেদ, মাহবুব উল আলম, মিজানুর রহমান মানিক প্রমুখ।
এ সময় বক্তারা যুগান্তরে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের প্রশাংসা করেন। এ ধারা অব্যাহত রেখে যুগান্তর যুগ যুগ মানুষের অন্তরে বেঁচে থাকুক এ প্রত্যাশা করেন। বক্তারা যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারোয়ারসহ প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্ত¡ার মাগফেরাত কামনা করেন এবং যুগান্তরের কর্ণধার এ্যাডভোকেট সালমা ইসলাম, সম্পাদক সাইফুল আলমসহ যুগান্তরে কর্মরত সকলের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন। শেষে কেক কেটে ২ যুগে পদাপর্ণ অনুষ্ঠান পালন করা হয়।