ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গত এক সপ্তাহে হঠাৎ করে পৌর শহর রহনপুরে ছিনতাই ও চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগে পড়ে যায় পৌরবাসী। সে উদ্বেগের কিছুটা অবসান হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
সেদিন সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারে চলন্ত অবস্থায় পথচারী এক মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফয়সাল (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
আটক ছিনতাইকারী গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্ৰামের মুজিবুর রহমানের ছেলে। তাকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতিপূর্বে সে রহনপুর পৌর এলাকায় বেশ কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। সে মোটরসাইকেল নিয়ে চলন্ত অবস্থায় পথচারী মহিলাদের ভেনেটি ব্যাগ ছিনিয়ে নেয়ায় তার প্রধান কাজ ছিল বলে জানান তিনি।