ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপনির্বাচনে বিজয়ী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি জিয়াউর রহমানের সংবর্ধনায় ক্লাস বন্ধ রেখে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
এ ঘটনায় শিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী ফুটবল মাঠে স্থানীয় আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে। এতে ওই এলাকার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
এ প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামলের নির্দেশে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পাঠানো হয়।
তবে ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল অভিযোগ অস্বীকার করে জানান, তারা স্বেচ্ছায় স্কুল শেষ করে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়।
এ বিষয়ে সংবর্ধনার আয়োজক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু জানান, শিক্ষার্থীরা স্কুল শেষে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের দাবি-দাওয়া নিয়ে এমপির কাছে এসেছিল।