ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালী পরবর্তী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, সহকারী প্রোগ্রামার ঈমান আলী।
এবারের জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ।
জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড বেলকুচি এজেন্সি অফিসের ইনচার্জ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল বাশার, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস ছাত্তার, ইউনিট ম্যানেজার নূর মোহাম্মদ (সজল), ইউনিট ম্যানেজার আল আমিন, ইউনিট ম্যানেজার ইদ্রিস আলীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মানুষের জীবনে বীমার গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে বীমার করার জন্য উৎসাহিত করেন।