ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ডাসকো ফাউÐেশনের কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করে।
পরে ইউএনও’র হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, তথ্য কর্মকর্তা সিরাজুম মনিরা, ডাসকো ফাউÐেশনের উপজেলা কর্মকর্তা অরিক চক্রবর্তী, ব্র্যাকের অ্যাসোসিয়েট কর্মকর্তা চৈতন্য দেবনাথ প্রমুখ।