ধূমকেতু প্রতিবেদক, পোরশা : “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে পোরশায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নওগাঁ ও পোরশা থানার আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শতাধীক নারীর অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে থানা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রভাষক শারমীন নাহার ও এএসআই রাবেয়া খাতুন।
এসময় এসআই সাখোয়াত হোসেন, এসআই আব্দুর রহিম, কোরবান আলী, সানোয়ার হোসেনসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।