ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে খাস জমির লক্ষাধিক টাকা মূল্যের ৪০টি তালগাছ বিক্রয়ের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
এ বিষয়ে পত্নীতলা উপজেলার দক্ষিণ হাড়পুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে শহিদুল ইসলাম গত রোববার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাতুড় ইউনিয়নের পশ্চিম গোসাইপুর গ্রামের মৃত কুরানু হাজির ছেলে জালাল উদ্দীন, মৃত আলাউদ্দীন হাজীর ছেলে মেহেদী হাসান, মৃত ইয়াছিন আলীর ছেলে মামুন, মৃত মাছুদের ছেলে শাহিনুর রহমান, জালালের ছেলে আরিফ ও আইজুল মিলে পশ্চিম গোসাইপুর গ্রামের সরকারি একটি খাস পুকুরপাড়ের ৪০টি তালগাছ ১ লাখ টাকায় বিক্রয় করে। গাছ ব্যবসায়ী শাহজাহান আলী গাছগুলো কিনে নিয়ে শুক্রবার সকাল থেকে সেগুলো কাটা শুরু করে। এরই মধ্যে ১৩টি তালগাছ কেটে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করলে গ্রামবাসী বাঁধা দেন। এ সময় তারা গাছগুলো পুকুরের পানিতে ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে মাপজোক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।