ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মূলে ১৫জন আসামী গ্রেফতার। গ্রেপ্তারকৃত আসামীদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের প্রত্যক্ষ নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মহাদেবপুর থানার বিভিন্ন এলাকায় শনিবার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে খোর্দ্দনারায়নপুর গ্রামের বুদার ছেলে শ্রী বিরেন, বাগাচারা আদর্শগ্রামের আঃ জলিলের ছেলে জামিল হোসেন, মৃত কেতাব আলীর ছেলে আঃ জলিল, ফয়েজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও জাইদুল ইসলাম, সাইফুল ইসলামের স্ত্রী বৃষ্টি, জাইদুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম, শিকারপুর গ্রামের মৃত আ¯্রাবের ছেলে মোকলেছুর রহমান, মৃত কুমুদের ছেলে অলি, মোজাফ্ফর রহমানের ছেলে জিল্লুর রহমান ও ফারুক হোসেন, মৃত উসমান মন্ডলের ছেলে মোকসেদ আলী, অর্জুনী গ্রামের মৃত আঃ সামাদের ছেলে আসাদ আলী, মৃত আব্দুস সামাদের ছেলে বাদশা ও বেজোড়া গ্রামের আতাউর রহমানের ছেলে জাকারিয়া হোসেনকে গ্রেপ্তার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানামূলে গ্রেপ্তারকৃত আসামীদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।