ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আমের রাজধানী বলে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুরে আম বাজারজাত শুরু হয়েছে ।
এ উপলক্ষে রোববার (২১ মে) বিকেলে রহনপুর স্টেশন আমবাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নবাগত সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আসাদুল্লাহ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শিপলু সরকার, রহনপুর আড়তদার সমবায় সমিতির সভাপতি আঃ আজিজ, আম ব্যবসায়ি সমিতির সভাপতি আফতাবউদ্দিন লালান, ক্ষুদ্র আম ব্যবসায়ি সমিতির সভাপতি আতাউর রহমান বাবু প্রমুখ।