ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর :মাদক রাখার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে জেলা পরিষদ ডাকবাংলোর কেয়ারটেকার বাবর আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, বুধবার রাতে ডাকবাংলোর স্টোররুমে তল্লাশি চালিয়ে কেয়ারটেকার বাবর আলীর কাছ থেকে ৫ বোতল দেশী মদ জব্দ করে পুলিশ। এসময় মাদক রাখার অভিযোগে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত বাবর আলীকে মাদক মামলায় আটক দেখিয়ে ২৫ মে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক বদিউজ্জামান জানান, আটক ব্যক্তির নিকট মাদক পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।