ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) বিকালে রহনপুর পৌর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি জার্জিস আহমেদ।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমেদ, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিমুল আহসান, রহনপুর পৌর যুব দলের আহ্বায়ক সাবেক কাউন্সিল জুয়েল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর ছাত্রদল সাজু আহমেদ, গোমস্তাপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল হাসান, পৌর ৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর ৬নং ওয়ার্ডের বিএনপি সাবেক সহ সভাপতি জামিল কাদরী প্রমুখ।