ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাবাহাবপুর ইউনিয়নের বালিয়াদিঘী (আকিলপাড়া) গ্রামের মুদ্দিনের পুকুরের উত্তর পূর্ব পাড়ে পাহারাদের ঘরের পিছনে থেকে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ০৬ জনকে আটক করেছে র্যাব-৫।
আটককৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের মৃত সাদেকুল ইসলাম ও ভাদু খাতুনের ছেলে বাবু (৩২) (মূলহোতা) ,সোনাপুর গ্রামের আব্দুস সাত্তার ও বেনি আরা খাতুনের ছেলে শরিফ (৩০), শিয়ালমারা গ্রামের আব্দুর রহিম ও জরিনা বেগমের ছেলে মিজানুর রহমান (৩৫), বালিয়াদিঘী গ্রামের মৃত এফাজ উদ্দিন ও জমেলা বেগমের ছেলে য়াউর রহমান (৩৫), সোনামসজিদ গ্রামের মৃত অভি ঘোষ ও সাবিত্রীর ছেলে শ্রী কৃষ্ণ ঘোষ (৩০), কামালপুর গ্রামের সমির উদ্দিন ও মর্জিনা বেগমের ছেলে আনারুল ইসলাম (২৮)।
র্যাব-৫এক প্রেস বিজ্ঞপ্তি জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল ১০ জুলাই ২০২৩ ইং তারিখ রাত সাড়ে ১০টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাবাহাবপুর ইউনিয়নের বালিয়াদিঘী (আকিলপাড়া) গ্রামের মুদ্দিনের পুকুরের উত্তর পূর্ব পাড়ে পাহারাদের ঘরের পিছনে অভিযান পরিচালনা করে মাদকসেবন এবং বিক্রয়ের অপরাধে আসামী বাবু (৩২) (মূলহোতা) পিতা-মৃত সাদেকুল ইসলাম মাতা-ভাদু খাতুন সাং-বালিয়াদীঘি, শরিফ (৩০) পিতা- আব্দুস সাত্তার মাতা-বেনি আরা খাতুন সাং-সোনাপুর, মিজানুর রহমান (৩৫) পিতা- আব্দুর রহিম মাতা- জরিনা বেগম সাং-শিয়ালমারা, জিয়াউর রহমান (৩৫) পিতা-মৃত এফাজ উদ্দিন মাতা- জমেলা বেগম সাং-বালিয়াদিঘী, শ্রী কৃষ্ণ ঘোষ (৩০) পিতা-মৃত অভি ঘোষ মাতা-সাবিত্রী সাং-সোনামসজিদ, আনারুল ইসলাম (২৮) পিতা-সমির উদ্দিন মাতা- মর্জিনা বেগম সাং-কামালপুর সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে ৬০(ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট, ১৫ (পনেরো) পুরিয়া হেরোইন,২(দুই)টি গ্যাস লাইটার এবং ০৫ (পাঁচ) টি ফুয়েল পেপারসহ আটক করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।