ধূমকেতু প্রতিবেদক : নাটোর জেলার সদর থানাধীন এলাকায় পাওনা টাকার জেরে কৃষক হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী লাভলু শেখ (৪২) কে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত লাভলু নাটোর জেলার সদর থানাধীন কাফুরিয়া (রিফুজিপাড়া) এলাকার শুকচানের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে নাটোর জেলার সদর থানাধীন দস্তনাবাদ কুমাড়পাড়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে নাটোর জেলার সদর থানার মামলা নং-২৯, তারিখ-১২/০৭/২০২৩খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং- ৪৮০/২৩ (নাটোর) এর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী লাভলু শেখকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী লাভলু শেখকে নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।