ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া, আলোচনা ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টায় পৌর এলাকার হযরত ফাতেমা-তুজ-যোহরা কওমি মাদ্রাসা ও এতিমখানায় ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সহসভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজার আয়োজনে ও সভাপতিত্বে আলোচনা সভায় যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ী থানা পুলিশিং কমিটি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী রিপাটার্স ইউনিটি‘র সভাপতি হারুন-উর-রশীদ।
এসময় ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সহ সধারণ সম্পাদক আজগার আলী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার মুহতামিম মাহ্ফুজুর রহমান। জুম্মার নামাজ শেষে অতিথি ও এতিমদের মাঝে যুগান্তরের পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।