ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাবিব নামে ১১ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে পৌর এলাকার মালোপাড়ার পিয়ার বিশ্বাসের ঘাটে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত হাবিব পৌর এলাকার মাঝপাড়া হক্তিতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২ টার দিকে হাবিব নদীতে গোসলে নামে। এসময় বালু মাটির খাদে পড়ে পানির নিচে তলিয়ে গেলে লোকজন খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লাশ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।