ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামে ৬০ কেজি গাঁজাসহ ৫মাদক কারবারিকে আটক চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামে কালাম মোড়লের বসত বাড়ির উত্তর পাশে ইটের হেয়ারিং রাস্তার উপর থেকে ৬০ কেজি গাঁজা, TATA ACE PICKUP ও ৫মাদক কারবারিকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটকব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত মংলুর ছেলে আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গ্রামের নাইমুলের ছেলে দুরুল (৩৫), উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর চামাগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫), নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা মেনিপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬), বালিগ্রাম নতুনপাড়া গ্রামের মৃত ওসমান আলী ছেলে ইসারুল ইসলাম বাবু (৩৭)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম মোহাম্মদ সহিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।