ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরের একটি আমবাগানে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার আনিসুজ্জামানের ছেলে সাগর (১৯), কেডিসিপাড়ার জামিরুলের ছেলে জনি (২০) ও নুনগোলা মহল্লার মাইদুলের ছেলে মোরশালিন (১৬)।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোজাম্মেল হক জানান, গত বৃহস্পতিবার দুপুরে রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়ার ভাড়া বাসা থেকে উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের শাজাহান আলীর ছেলে রবিউল ইসলামের একটি মোটরসাইকেল চুরি হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলে ইনচার্জ নাজমুল হকের নেতৃত্বে পুলিশ শনিবার অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান। আটককৃতদের রোববার জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।