ধূমকেতু প্রতিবেক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের চাকদহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৪৫)। তিনি চাকদহ গ্রামের মোবারক হোসেনের ছেলে। ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২জনকে আসামি করে মান্দা থানায় মামলা করা হয়েছে।
চিকিৎসাধীন খোরশেদ আলম জানান, ‘জমিজমা নিয়ে একই এলাকার আতাউর রহমান গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জের ধরে শনিবার আমার বিরুদ্ধে কুরুটিপূর্ণ কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন প্রতিপক্ষের জাহিদ হাসান।’
ভুক্তভোগী খোরশেদ আলম আরও বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ৯টার দিকে আমার ছেলে রায়হান আলীর সঙ্গে বাড়ি সংলগ্ন পাকা রাস্তার ওপরে বাগ্বিতÐার এক পর্যায়ে মারধর শুরু করেন প্রতিপক্ষরা। এসময় ছেলেকে বাঁচাকে এগিয়ে গেলে প্রতিপক্ষরা মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে আমাকে জখম করে।’
এ বিষয়ে জানতে প্রতিপক্ষের আতাউর রহমানের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।