ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : সোনায় বিনিয়োগ, ভবিষ্যতে সঞ্চয় এই স্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি ও ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি তারাগঞ্জ শাখার সভাপতি বাবু রতন কুমার রায়। প্রধান অতিথি ছিলেন, তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান।
বেলা ১১ টায় বাজুস তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু রতন কুমার রায়ের নেতৃত্বে একটি বর্ণাট্য শোভাযাত্রা বের হয়ে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমিতির কার্যালয়ে এসে সমিতির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলার সকল স্বর্ণের দোকান মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।