ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপি এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্কাউট কমিশনার অনুপ কুমার মহন্ত।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন, নওগাঁ জেলা স্কাউটের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, অধ্যক্ষ জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আফছার আলী মÐল, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার আকরাম হোসেন, সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, ক্যাম্পপ্রধান সাহার আলী, সহ সভাপতি সদরুল ইসলাম, প্রধান শিক্ষক রেজাউল হক প্রমুখ।
ক্যাম্পে তিন বিভাগের ২১৩জন স্কাউট অংশগ্রহণ করে।