ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া থেকে ২টি তলোয়ার, ১টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি সদৃশ্য অস্ত্র ও ১টি আঙুলে পরা অস্ত্রসহ তৌফিক নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার ইসমতারা বেগম ও মৃত কুরবান আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক।
শনিবার (২২ জুলাই) বিকেলে সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গত কয়েকদিন আগে দু’পক্ষের মারামারি হয়। এসময় দেশিয় অস্ত্র দেখা যায়। পরবর্তীতে তদন্তে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। তারই অংশ হিসেবে শনিবার (শুক্রবার দিবাগত রাত) অভিযান পরিচালনা করা হয়। একটি চাঁদাবাজির মামলায় তৌফিক কে গ্রেপ্তার করা হয়।

ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পরই পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম তদারকি শুরু করেন। পরে এসআই নয়নের নের্তৃত্বে সদর মডেল থানা পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান টি চালায়।
গ্রেপ্তার আসামি অস্ত্রগুলো নিজে কামারের মাধ্যমে তৈরি করেছে বলে স্বীকার করেছে। ওসি সাজ্জাদ আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। যারাই শহরে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদেরই আইনের আওতায় আনা হবে।
চাঁপাইনবাবগঞ্জ শহরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদা জাগ্রত আছে এবং থাকবে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন।