ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসরর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে হাঁস বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে মান্দা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মÐল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ভেটেরিনারী সার্জন বেনজির আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামসুন্নাহার ইয়াসমিন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৩৮ পরিবারের প্রত্যেককে ২০টি করে হাঁস দেওয়া হয়।