ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জেন নাচোলে পুলিশের অভিযানে দু’কেজি গাঁজাসহ ২ জনকে আকট করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার নির্দেশনা মোতাবেক এসআই সোহের রানা ও এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নাচোল সদর ইউনিয়নের খেসবা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল করিমের মুদি দোকানের সামনের রাস্তা থেকে শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় দু’জন গাঁজা ব্যবসায়ীকে আকট করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতরা হল জেলার শিবগঞ্জ থানার বাজিতপুর গ্রামের জুয়েল রানার ছেলে আজিজুল হক (২০) ও শরৎনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ ওরফে রাজ (২০)। তাদের হেফাজত থেকে দু’কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে নাচোল থানায় আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।