ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাচোল কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল ১০টায় নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের মহাসচিব ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এইচএম.আব্দুল্লাহ।
আরও বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের অর্থ সচিব ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান, নাচোল সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সচিব ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তি।
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান।
আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২২ জন প্রতিযোগী (শিক্ষার্থী)দের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করা হয়।