ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ ও ভারতের সীমান্ত হাটের জায়গা পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই-কমিশনার।
মঙ্গলবার (১ আগষ্ট) বেলা ১২ টায় রাজশাহীর ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী মনোজকুমার পরিদর্শনে আসেন । তিনি উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রাম সংলগ্ন বাংলাদেশ ও ভারত সীমান্তে ১৯৯, ৩ এস পিলারের কাছে হাট বসানোর জায়গা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা, ভারতের কৃষ্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি নিগেল, চাঁনশিকারি কোম্পানী কমান্ডার সুবেদার মুখলেস।
আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, সহ সভাপতি আফরাজুল হক, সহ সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, যুবলীগ সভাপতি রেজাউল করিম বিশ্বাস প্রমুখ।