ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : সদ্য সমাপ্ত অর্থ বছরে (২০২২-২৩) রহনপুর রেলস্টেশন থেকে একটি ট্রেনে যাত্রী পরিবহন করে ১ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ২শ ৪৮ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুধুমাত্র রহনপুর-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচলকারী কমিউটার ট্রেন থেকে এ আয়।
রহনপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত এ ট্রেনটি রহনপুর-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলমান। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের রাজশাহী স্টেশনের পরই যাত্রী পরিবহনে এ স্টেশন আয়ে ২য় স্থানে রয়েছে। এ ট্রেনটি দিনে ৪ বার রহনপুর-রাজশাহী রুটে যাতয়াত করে থাকে। এছাড়া সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে রহনপুর-রাজশাহী রুটে চলাচল শেষে বিকেলে ঈশ্বরদী ফিরে যায়।
এদিকে, সম্প্রতি রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঈশ্বরদী রুটে পুনরায় চালু হওয়া লোকাল ট্রেনটি আয়ের ক্ষেত্রে নতুনমাত্রা যোগ করবে বলে তিনি মনে করেন।
রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, রহনপুর রেলস্টেশন থেকে চলাচল করা কমিউটার ট্রেনে বগি সংকটের পরও রেকর্ড পরিমাণ আয় করেছে। বগি সংকট দূর করা হলে রেলওয়ের আয় আরও বাড়বে। এছাড়া সম্প্রতি চালু হওয়া লোকাল ট্রেন থেকেও রেল কতৃপক্ষ আশানুরূপ আয় পাবে। তিনি রাজশাহী থেকে সন্ধ্যার পর একটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানান।
প্রসঙ্গত, ট্রেনটিতে নওগাঁর নিয়ামতপুর ও পোরশা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট এবং সদর উপজেলা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জনসাধারণ যাতয়াত করে থাকে।