ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীর আলোচিত একদিনে, একইস্থানে ৯টি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদে জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ কর্তৃক ঘোষিত অনুদানের এক লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে জেলা প্রশাসক শাকিল আহমেদের পক্ষে চেকটি বিতরণ করেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমাল।
অনুদানের চেকটি গ্রহণ করেন উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রনি।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্লাবন শুভ, উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রুবেল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমাল বলেন, জেলা প্রশাসক স্যার খুবই দয়ালু ও মানবিক। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষতিগ্রস্ত সেই মসজিদে অনুদান দেয়ার। তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদে এক লাখ টাকার অনুদান প্রদান করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই ভোররাত থেকে ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে ৫ ঘন্টার ব্যবধানে একইস্থানে পৃথক ৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক নারীর মৃত্যুসহ আহত হন অন্তত ২০ জন। দুর্ঘটনায় ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদটি ক্ষতিগ্রস্থ হলে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক সংস্কার কাজ দ্রæত চালুসহ জেলা প্রশাসক শাকিল আহমেদের পক্ষে ক্ষতিগ্রস্ত মসজিদটিতে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই অনুদানের অর্থের চেক মসজিদ কমিটির সভাপতি ও সাধাণ সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।