ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর মাদসদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মং চো ওরফে কালু চাকমা (৫০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে।
আটক মাদক চোরাকারবারি মং চো ওরফে কালু চাকমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং উত্তর হিলা হরিখোলা গ্রামের নানি গুং চাকমার পুত্র।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর উপ-পরিদর্শক সাবিক সরকার এর লিখিত অভিযোগে জানা যায়, গত ১২ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী ঢাকা মোড়ে বিরামপুর হতে ছেড়ে আসা শ্যামলী এন আর ট্রাভেলস থামিয়ে অভিযান পরিচালনা করে সন্দেহজনক আসামিকে আটক করা হয়।
সেখানে তাকে জিজ্ঞাসা করলে তার পেটের ভিতরে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট আছে বলে সে স্বীকার করে। পরে তার পেট থেকে ৫০ পিসের মোট ৪০টি প্যাকেট বের করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালে ৯ এর ১(ক) ধারা মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।