ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫পিস ইয়াবাসহ আরজিনা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছাওড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরজিনা উপজেলার ছাওড় গ্রামের মজিবরের মেয়ে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী পোরশা থানার ছাওড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় এক অভিযান চালিয়ে তার নিজ বাড়িতে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধারসহ ওই এলাকায় এক অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আরজিনাকে আটক করা হয়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে এবং তাকে পোরশা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।