ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও আফছার আলী মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব প্রমুখ।
শেষে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের মাঝে ঋণের চেক বিতরণসহ কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।