নওগাঁয় নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে লস্করপুরের বলিরঘাট মুরগির ফার্ম সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুফিয়া বেগম সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান লাশ দেখতে পায়। পরিবারের লোকজন নদীতে ভাসমান অবস্থায় লাশের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান পরিবারের বরাত দিয়ে বলেন, নিহত ওই বৃদ্ধা মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে কোনো এক সময় তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Scroll to Top