ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চারটি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাচোলের তত্ত্বাবধানে এ তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাচোলের উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম জানান, চলতি অর্থবছরে উপজেলার কসবা ইউনিয়নের পূর্ব চন্দনা থেকে বিজলীপাড়া পর্যন্ত ১২৩৫মিটার রাস্তা যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,২৪,৩১,২৬৮টাকা, নাচোল ইউনিয়নের ঝলঝলিয়া কো-অপারেটিভ অফিস থেকে মাক্তাপুর পর্যন্ত ১৩০০মিটার, যার প্রাক্কলিত ব্যয় ১,২৫,৮৮,২৮৮ টাকা ও মহানইল থেকে পূর্ব লক্ষণপুর পর্যন্ত ৫০০ মিটার, প্রকল্প ব্যয় ৫৫,৪৯,৬৩৭ টাকা, এবং নেজামপুর ইউনিয়নের বকুলতলা থেকে খিকটা পর্যন্ত ১৩৮০ মিটার রাস্তার উন্নয়ন কাজের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,৩৫,২৭,৭০২ টাকা।
এদিন চারটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহিনুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রঞ্জনা বর্মনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।