পোরশায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার (২৫ আগস্ট) বিকালে সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পোরশা উপজেলা শাখার সভাপতি মাও: হুজ্জাতুল্লাহ্ শেখ।
প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও প্রেসিডিয়াম সদস্য মাওঃ আব্দুল হক আজাদ (সিনিয়র মুহাদ্দিস, বগুড়া জামিল মাদ্রাসা)।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সহ সেক্রেটারি শফিকুল ইসলাম ও উপজেলা শাখার সিনিয়র সদস্য মাওঃ উমর আলী।
সম্মেলন পরিচালনা করেন, উপজেলা শাখার সেক্রেটারী মাও: মামুনুর রশিদ শাহ্। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মীগণ উপস্থিত ছিলেন।